চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামে দুর্বৃত্তদের বিষপ্রয়োগে একটি পুকুরের সব মাছ মারা গেছে। চোখের সামনে হাজার হাজার মাছ ভেসে উঠতে দেখে কান্না থামাতে পারছেন না মাছ চাষি উজির মিয়া।

ঘটনাটি ঘটেছে গত শনিবার (১ নভেম্বর) রাতের কোনো এক সময়। পরদিন সকালে পুকুরের পানিতে মৃত মাছ ভেসে উঠলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে অন্য মাছ চাষিদের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে দেড় বিঘা জমি বর্গা নিয়ে মাছ চাষ শুরু করেন শামসুজ্জোহার ছেলে উজির মিয়া। চলতি মৌসুমে তিনি প্রায় দেড় লাখ টাকার কাতলা, মৃগেল, তেলাপিয়া, গ্রাস কার্পসহ বিভিন্ন জাতের মাছ চাষ করেছিলেন। কয়েক দিনের মধ্যেই বিক্রি শুরু করার কথা ছিল।

কান্নাজড়িত কণ্ঠে উজির মিয়া বলেন, আমি কিস্তি তুলে, গরু বিক্রি করে মাছ চাষ করেছিলাম। সব মিলিয়ে লাখ টাকার বেশি বিনিয়োগ করেছি। আশা করেছিলাম মাছ বিক্রি করে ঘর তুলব। কিন্তু সব শেষ—একেবারে নিঃস্ব হয়ে গেছি।

তিনি আরও জানান, এর আগেও তার পুকুরে একবার বিষ প্রয়োগ করা হয়েছিল, তখনও প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়। এবার আবারও একইভাবে সর্বনাশ করা হলো। এ বিষয়ে তিনি সদর থানায় মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন।

ভুক্তভোগীর ভাতিজা নিবিড় মিয়া বলেন, শনিবার রাতে কে বা কারা পুকুরে বিষ দেয়, এতে সব মাছ মরে যায়। রবিবার আমরা পাঁচ বস্তা পচা মাছ তুলেছি, আজও দশ বস্তার মতো মাছ ভাসছে। চাচা গরিব মানুষ সব হারিয়ে তিনি এখন সম্পূর্ণ নিঃস্ব।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমানের সরকারি নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয়রা ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।