কুষ্টিয়ার মিরপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠান।

অনুষ্ঠানে রনি বলেন, “বিজিবির মূল দায়িত্ব হচ্ছে সীমান্তকে সুরক্ষিত রাখা এবং চোরাচালান বন্ধ করা। সীমান্ত পাহারা দেওয়ার জন্য আমরা ট্রহল কার্যক্রম এবং বিভিন্ন চেকপোস্টে উপস্থিতি বৃদ্ধি করেছি। সন্দেহজনক যে কোনো যানবাহন আমরা যাচাই করি। মোটামুটি নিশ্চিত করছি, কোনো অনুপ্রবেশকারী বাংলাদেশে প্রবেশ করতে পারবে না, আর কোনো দুষ্কৃতকারী দেশের সীমান্ত ত্যাগ করতে পারবে না।”

তিনি আরও জানান, নির্বাচনকে সামনে রেখে অস্ত্র ও চোরাচালানের বিষয়ে বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে এ পর্যন্ত ২৫টিরও বেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। চলতি বছরে বিজিবি ১১০ কোটি টাকার সমপরিমাণ চোরাচালান ও মাদকও জব্দ করেছে। তিনি আরও বলেন, স্থানীয় জনগণের সহায়তায় সীমান্ত সংক্রান্ত যেকোনো সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করা হচ্ছে।

রনি এই অনুষ্ঠানে সীমান্ত হত্যার ঘটনায় জড়িয়ে অনভিপ্রেত ভুল বোঝাবুঝি দূর করতে বলেন, “সীমান্তে হত্যাকাণ্ড হয়নি। ঘটনাটি ভারতের অভ্যন্তরে ঘটেছে। নিহত ব্যক্তি অবৈধভাবে প্রবেশ করার চেষ্টা করছিল এবং বিএসএফকে আক্রমণ করায় আত্মরক্ষার্থে গুলি চালানো হয়েছে।”

তিনি সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবির সামাজিক কর্মকাণ্ডের ওপরও গুরুত্ব দিয়েছেন। স্থানীয় জনগণকে সতর্ক থাকার জন্য সচেতন করা হচ্ছে যাতে কেউ অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত না হয়।

এসময় কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।