সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ৫৪ জন শিক্ষার্থী বছরের শুরু থেকে বাংলা বই হাতে পাননি। বিদ্যালয়ে ইতোমধ্যেই অর্ধবার্ষিক পরীক্ষা সম্পন্ন হয়েছে, তবে বই বিতরণের দায়িত্বপ্রাপ্তরা একে অপরের ওপর দায় চাপাচ্ছে। সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা পুরোনো বই নিয়ে ক্লাস করছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দ্র শেখর সরকার জানান, “সপ্তম শ্রেণির বাংলা বই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে দেওয়ার কথা থাকলেও তারা সময়মতো বই সরবরাহ করেনি। অন্য সব শ্রেণির বই আমরা বিতরণ করেছি।”
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম এই বিষয়টি প্রথম শুনেছেন এবং জানান, স্কুল কর্তৃপক্ষ কোনো লিখিত অভিযোগ করেনি। তিনি বলেন, “জানুয়ারিতেই উপজেলায় বই বিতরণ সম্পন্ন হয়েছে, স্কুলের গুদামেও বই ছিল। এখন শিক্ষার্থীরা কেন বই পাচ্ছে না, তা তাদের স্কুল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করতে হবে।”
অভিভাবক ও রাজনৈতিক ব্যক্তিরা এ অব্যবস্থাকে শিক্ষাব্যবস্থার ব্যর্থতা ও প্রশাসনিক বিশৃঙ্খলার প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম বলেন, “প্রধান শিক্ষকের উদ্যোগের ঘাটতির কারণে শিক্ষার্থীরা বই থেকে বঞ্চিত।” জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “বছরের শেষ প্রান্তে বইহীন শিক্ষার্থী চরম দায়িত্বহীনতা ও প্রশাসনিক ব্যর্থতার উদাহরণ।”
এ ঘটনায় শিক্ষার্থীদের পড়াশোনায় প্রভাব পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।