ঝালকাঠির নেছারাবাদে একজন সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক সমাজ। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সমন্বয়ে আয়োজিত এক সভায় এই নিন্দাজ্ঞাপন করা হয়।

ঝালকাঠি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং সর্বসম্মতিক্রমে দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আককাস সিকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, দৈনিক দূরযাত্রা সম্পাদক জিয়াউল হাসান পলাশ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুলসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিককে লাঞ্ছিত করা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

ইএফ/