ঘন কুয়াশার কবলে পড়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার পর থেকে নৌপথে নিরাপত্তাজনিত ঝুঁকি বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে উভয় ঘাটে আটকে পড়েছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহন।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, শনিবার সন্ধ্যার পর থেকেই পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব ধীরে ধীরে বাড়তে থাকে। রাত নামার সঙ্গে সঙ্গে কুয়াশা এতটাই তীব্র হয়ে ওঠে যে নদীর চ্যানেল নির্দেশক বিকন বাতি ও গুরুত্বপূর্ণ মার্কিং পয়েন্টগুলো চোখে পড়ছিল না। এতে ফেরি চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সম্ভাব্য নৌদুর্ঘটনা এড়াতে শেষ পর্যন্ত রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন বলেন, “যাত্রী ও নৌযানের নিরাপত্তাই আমাদের প্রধান অগ্রাধিকার। কুয়াশার কারণে নদীপথে দিকনির্দেশনা পাওয়া যাচ্ছিল না। তাই দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় নিয়ে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।” তিনি আরও জানান, কুয়াশার মাত্রা কমে এলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

বর্তমানে দৌলতদিয়া প্রান্তে অন্তত সাতটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। অপরদিকে পাটুরিয়া ঘাটেও বেশ কয়েকটি ফেরি অপেক্ষমাণ অবস্থায় রয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। বিশেষ করে রাতে দূরপাল্লার যাত্রী ও জরুরি পণ্যবাহী যানগুলোর চালকরা পড়েছেন ভোগান্তিতে।

এদিকে স্থানীয় প্রশাসন ও ঘাট কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সতর্ক অবস্থানে রয়েছে। প্রয়োজন ছাড়া নদী পারাপার এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। কুয়াশা পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল দ্রুত চালু করার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।