নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে সিমেন্টবাহী একটি ট্রলার ডুবে দুই যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকার নদীপথে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ দুই শ্রমিকের নাম রানা ও শুভ। ঘটনার পরপরই সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা ছয়টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়, তবে কোনো সন্ধান পাওয়া যায়নি।

সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম জানান, আমান সিমেন্ট ফ্যাক্টরির সামনে নদীর মাঝামাঝি স্থানে ট্রলারটি ডুবে যায়। তার ধারণা, ট্রলারের তলা ফেটে পানি ঢুকতেই এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, আমরা দুই ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়েছি। পানির স্রোত ও গভীরতার কারণে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়ে। শুক্রবার সকাল থেকে নতুন করে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

আমান সিমেন্ট কোম্পানির ম্যানেজার নাদিরুজ্জামান জানান, সিমেন্টভর্তি ট্রলারটির বরিশাল যাওয়ার কথা ছিল। বিকেল সাড়ে তিনটার দিকে হঠাৎ পুরো ট্রলারই পানিতে তলিয়ে যায়। তিনি জানান, ট্রলারের হালচাল ও নিরাপত্তা নিয়ে শ্রমিকরা সচেতন থাকলেও কীভাবে এ দুর্ঘটনা ঘটল, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

বৈদ্যেরবাজার ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। স্থানীয় জেলেদের সহযোগিতায় নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে। তিনি বলেন, স্রোত খুবই প্রবল। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

স্থানীয়রা জানান, মেঘনা নদীর এ অংশটি অতিরিক্ত গভীর এবং নৌচলাচল ব্যস্ত হওয়ায় এমন দুর্ঘটনা মাঝে মাঝেই ঘটে। তারা দাবি করেন, নিয়মিত নৌযান পরিদর্শন ও শ্রমিকদের নিরাপত্তা প্রশিক্ষণ নিশ্চিত হলে এ ধরনের দুর্ঘটনা কমে আসবে।

উদ্ধারকর্মীদের মতে, নিখোঁজ দুজন জীবিত আছেন কি না এ মুহূর্তে নিশ্চিত হওয়া না গেলেও তারা আশাবাদী থেকে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।