রাজশাহীতে বালু ব্যবসায়ীদের সঙ্গে বিরোধের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা মারধরের শিকার হয়েছেন। তাকে রক্ষা করতে গিয়ে পুলিশ সদস্যরাও আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে পবা উপজেলার কাটাখালী পৌরসভার এলাকায়।

প্রাথমিকভাবে জানা গেছে, স্থানীয় ব্যবসায়ী আব্দুস সামাদের দোকানে হামলা চালানো হয়। এতে বাজারের প্রায় ১ হাজার দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে কাটাখালী বাজারের বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়। হামলার শিকার নাহিদুল ইসলাম (সাজু), এনসিপির রাজশাহী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক, বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাটাখালী এলাকায় বালু উত্তোলনের সঙ্গে জড়িত কয়েকটি পক্ষের মধ্যে বিরোধের কারণে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ী আব্দুস সামাদের বড় ছেলে মো. সজলের সঙ্গে শ্যামপুর বালু মহালের লোকজনের দ্বন্দ্বের জের ধরে হামলা ঘটেছে। নাহিদুল ইসলাম পরিস্থিতি মীমাংসা করতে গেলে, বিএনপির এক নেতা ও বালুমহালের কয়েকজনের নেতৃত্বে প্রায় ১০০–১৫০ জন তার ওপর হামলা চালায়। পুলিশের উপস্থিতিতেও তা রুখে দেওয়া সম্ভব হয়নি।

এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও পুলিশ সদস্যদের সামান্য আঘাত হয়েছে, তবু পরিস্থিতি এখন শান্ত রয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার জোনের উপকমিশনার মো. আল মামুন বলেন, “নাহিদুল ইসলাম মীমাংসার জন্য ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু অপর পক্ষ তার ওপর চড়াও হয়। আমরা তাদের সরিয়ে দিয়েছি এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল পক্ষকে আইনগতভাবে দায়িত্বশীল হতে হবে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টরা ঘটনার ব্যাখ্যা দিয়েছেন, তবে পুলিশ নিশ্চিত করেছেন, আইনশৃঙ্খলা বজায় রাখা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।