শিল্পাঞ্চল অধ্যুষিত সাভার-আশুলিয়া এলাকায় বাড়ছে অনিবন্ধিত ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা। সরকারি নিবন্ধনের মাত্র ২,৩৫০টির বিপরীতে সড়কে চলাচল করছে প্রায় ১০ হাজার রিকশা। ফলে বাড়তি গ্যারেজে ব্যাটারি চার্জ দেওয়ায় জাতীয় বিদ্যুৎ গ্রিডে চাপ পড়ছে এবং লোডশেডিং বেড়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, অনিবন্ধিত অটোরিকশার কারণে সরকারের রাজস্বও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাভার পৌরসভা ও গ্যারেজ মালিকদের হিসাব অনুযায়ী, ১ হাজার ১৯২টি বৈধ সংযোগের মাধ্যমে ২৯ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, অটোরিকশা নির্দিষ্ট কাঠামোর মধ্যে না থাকায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

অটোরিকশা চালক মুকুল জানান, প্রতিমাসে মেরামত ও ব্যাটারি চার্জে ৫–৬ হাজার টাকা খরচ হয়। স্থানীয় বিদ্যুৎ কর্মকর্তারা বলেন, অটোরিকশায় বাড়তি বিদ্যুৎ ব্যবহার না করলে ঘরে ঘরে লোডশেডিং কমানো সম্ভব।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ জানান, মহাসড়কে অটোরিকশা চলাচল রোধে নিয়মিত টিম কাজ করছে, তবে জনগণের সহযোগিতা প্রয়োজন। তারা আশা করছেন, সবার সচেতনতায় দুর্ঘটনার প্রবণতা কমানো সম্ভব হবে।