বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বরগুনা জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে বরগুনা জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের প্রায় ৫০ হাজার নেতাকর্মী ও সমর্থক বাস ও লঞ্চযোগে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরছেন। এই উপলক্ষে তাকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা ঢাকায় সমবেত হওয়ার কর্মসূচি নিয়েছেন। এর ধারাবাহিকতায় বরগুনা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগামী ২৪ ডিসেম্বর ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

সূত্র জানায়, বরগুনা-১ আসনের আওতাধীন বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা থেকে আনুমানিক ২৫ থেকে ৩০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। পাশাপাশি বরগুনা-২ আসনের পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলা থেকেও আরও ১৫ থেকে ২০ হাজার নেতাকর্মী ও সমর্থক ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। এ জন্য অন্তত ৫০টি বাস ও একটি লঞ্চের ব্যবস্থা করা হয়েছে।

বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন বলেন, “তারেক রহমান দেশের মানুষের আবেগ ও ভালোবাসার প্রতীক। বরগুনার মানুষের আগ্রহ এতটাই বেশি যে অনেকেই ইতোমধ্যে ঢাকায় রওনা হয়েছেন। যদিও যানবাহনের সীমাবদ্ধতা রয়েছে, তবুও প্রত্যেক উপজেলা থেকেই বাস যাবে। আমতলী উপজেলার অনেকে পটুয়াখালী থেকে লঞ্চে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।”

বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা বলেন, “তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন বিএনপির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এই কর্মসূচিতে মানুষের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করবে যে সাধারণ মানুষ বিএনপির পাশে রয়েছে। বরগুনা-১ আসন থেকেই অন্তত ৩০ হাজার মানুষ ঢাকায় যাবেন বলে আমরা আশা করছি।”

এদিকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি বলেন, “বরগুনা-২ আসনের তিনটি উপজেলা থেকে অন্তত ৩০টি বাসে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। অনেকেই ব্যক্তিগত যানবাহন ও মোটরসাইকেলেও ঢাকার পথে রওনা হয়েছেন।”