মেহেরপুরের গাংনীর তেঁতুলবাড়ীয়া ইউনিয়নে বিএনপির কোনো নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেননি বলে দাবি করেছে স্থানীয় বিএনপি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় তেঁতুলবাড়ীয়া বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির নেতারা বলেন, “জামায়াত নিজেদের সাংগঠনিক দুর্বলতা ঢাকতে বিএনপির নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে।”

ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলুল হক বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের কিছু বিএনপি নেতাকর্মী জামায়াতে যোগদান করেছেন এমন প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, “যেসব ব্যক্তির যোগদানের খবর প্রচার করা হয়েছে, তারা আগে থেকেই জামায়াত বা তাদের সহযোগী সংগঠনের কর্মী ছিলেন। বিএনপির একটিও নেতাকর্মী সেখানে যায়নি।”

ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার অভিযোগ করে বলেন, বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের জনপ্রিয়তা বৃদ্ধিতে ঈর্ষান্বিত হয়ে জামায়াত ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা, বানানো ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা। বিএনপির ভাবমূর্তি নষ্টে জামায়াত সুপরিকল্পিতভাবে এসব করছে।”

আরেক স্থানীয় নেতা শাহাদুল করিম আকামত বলেন, তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি আগের চেয়ে আরও সংগঠিত ও শক্তিশালী। তিনি বলেন, “আমাদের কোনো নেতাকর্মী জামায়াতে যোগ দেয়নি, দেবে না। আমরা এই গুজবের নিন্দা জানাই এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাই।”

সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা একযোগে দাবি করেন, বিএনপির ভিতরে কোনো ভাঙন নেই এবং আসন্ন রাজনৈতিক কার্যক্রম সামনে রেখে সংগঠন আরও ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।