বান্দরবান ভ্রমণের সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে টিপু বড়ুয়া (২৮) নামের এক পর্যটক নিহত হয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে থানচি-আলিকদম সড়কের ১৬ কিলো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত টিপু বড়ুয়া চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ফতেহ বড়ুয়া পাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে টিপু বড়ুয়া মোটরসাইকেল নিয়ে থানচির বিখ্যাত ডিম পাহাড়ের পথ ধরে আলিকদমের দিকে যাচ্ছিলেন। এ সময় ১৬ কিলো এলাকায় পৌঁছালে তাঁর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।

চিকিৎসকের মৃত্যু ঘোষণা: দুর্ঘটনায় টিপু বড়ুয়া গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে আলিকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আলিকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারকে দুর্ঘটনার খবর দেওয়া হয়েছে। পরিবার বান্দরবানে পৌঁছালে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে।

ইএফ/