ময়মনসিংহের ত্রিশালে মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মালবাহী ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় দুটি ট্রাক উল্টে গেছে। দুর্ঘটনায় চালক ও তার সহকারী নিহত হয়েছেন।

ঘটনাস্থল হলো ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বৈলর বড়পুকুর পাড় জামে মসজিদ সংলগ্ন এলাকা। নিহতরা হলেন—চালক মো. আল-আমীন (২৮) এবং সহকারী মো. রাশেদ (৩০)

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাশেদ আহমেদ জানান, দুর্ঘটনার শিকার চালক ও তার সহকারীকে হাসপাতালে আনা হয়, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।

ত্রিশাল উপজেলা ফায়ার সার্ভিসের সদস্য মো. আনিসুর রহমান বলেন, ময়মনসিংহগামী মালবাহী একটি ট্রাককে অপর একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে দুটি ট্রাক উল্টে পড়ে। আহত একটি ট্রাকের অজ্ঞাত চালক ও সহকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার ফলে সকালবেলা সড়কে যানবাহনের চলাচলে কিছু সময় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করেছেন।