বগুড়া সদর থানায় দায়িত্ব পালনকালে এক পুলিশ কনস্টেবলের কাছ থেকে শটগানের ১০ রাউন্ড গুলি নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। রোববার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ গোলাবারুদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
থানা সূত্রে জানা গেছে, শনিবার রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত সদর থানার সেন্ট্রি ডিউটিতে নিয়োজিত ছিলেন কনস্টেবল অসিত কুমার। দায়িত্ব পালনকালে রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি সাময়িকভাবে থানা এলাকা ত্যাগ করে সাতমাথা এলাকায় চা পান করতে যান। ওই সময় তার কাছে থাকা শটগানের ১০ রাউন্ড গুলি হারিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ভোর ৪টার দিকে ডিউটি শেষ করে দায়িত্ব হস্তান্তরের সময় কনস্টেবল নুরুজ্জামানকে বিষয়টি অবহিত করেন অসিত কুমার। এরপর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। রোববার সকাল থেকেই থানা পুলিশ সম্ভাব্য বিভিন্ন স্থানে অনুসন্ধান চালায়। তবে সন্ধ্যা পর্যন্ত গুলিগুলোর কোনো হদিস মেলেনি।
ঘটনাটি জানাজানি হলে পুলিশি নিরাপত্তা ও দায়িত্ব পালনের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। থানার ভেতর থেকেই গোলাবারুদ নিখোঁজ হওয়াকে তারা উদ্বেগজনক বলে মনে করছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার দাবি উঠেছে।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সদর থানায় শটগানের গুলি নিখোঁজের বিষয়টি তদন্তাধীন রয়েছে। তিনি বলেন, “এখনো পর্যন্ত নিখোঁজ গোলাবারুদ উদ্ধার করা সম্ভব হয়নি। থানার পক্ষ থেকে বিস্তারিত প্রতিবেদন পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশ সূত্র জানায়, ঘটনাটি অবহেলা না কি দায়িত্বে গাফিলতির কারণে ঘটেছে—তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে সংশ্লিষ্ট কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।
এ ঘটনায় থানার অভ্যন্তরীণ নিরাপত্তা ও অস্ত্র ব্যবস্থাপনা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।