চট্টগ্রামে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে নগর বিএনপি।

শনিবার বিকালে বন্দর নগরীর নূর আহমদ সড়কে বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা বিশাল বিক্ষোভ মিছিল বের করেন।

কর্মসূচি থেকে বিএনপি নেতারা এরশাদ ও হাদির ওপর আক্রমণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি তুলে ধরে স্লোগান দেন বলে নগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “দেশ আজ এক ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে। নির্বাচনের মাঠে প্রতিযোগিতা নয়, বরং ভয় ও সন্ত্রাসকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

“যারা জনগণের ভোটে আস্থা রাখে না, তারাই পরিকল্পিতভাবে প্রার্থী ও রাজনৈতিক নেতাদের ওপর হামলা চালিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এরশাদ উল্লাহ ও শরীফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলা প্রমাণ করে, দেশে এখনো গণতান্ত্রিক পরিবেশ নিরাপদ নয়।”