সিলেটের গোলাপগঞ্জে বুধবার মধ্যরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে আরও দুই জন গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ সদর ইউনিয়নের উত্তর গোয়াসপুর (পাতুরিয়া) এলাকায় যাত্রী ছাউনির সামনে ঘটনাটি ঘটে। গোলাপগঞ্জগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় মোটরসাইকেলের মোট চার আরোহী গুরুতর আহত হন।
নিহতরা হলেন, গোয়াসপুর এলাকার আব্দুল আহাদ (৪৩) এবং রানাপিং এলাকার ছাব্বির (২১)। আহতদের মধ্যে আছেন জুড়ি উপজেলার বাচিরপুর এলাকার জাকির আহমদ (৩৫) ও ফাজিলপুর এলাকার আরিফুল হক জয় (২০)। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আহাদ ও ছাব্বির মারা যান।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, “মধ্যরাতে সড়কের ওই স্থানে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজনের তৎপরতার কারণে তাদের হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে। বর্তমানে নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
স্থানীয়রা জানান, সড়কের ওই এলাকায় রাতের আঁধারে যানবাহনের চাপ বেশি হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি থাকে। পুলিশের প্রাথমিক ধারণা, উভয় মোটরসাইকেল চালকের নিয়ন্ত্রণহীনতা ও অন্ধকারের কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সুরক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে সংযুক্ত হয়ে তদন্ত শুরু করেছে। আহতদের চিকিৎসা সম্পন্ন না হওয়া পর্যন্ত ঘটনা সংক্রান্ত আরও তথ্য পাওয়া যাবে বলে জানানো হয়েছে।