জনগণের মধ্যে গণভোট ও জাতীয় নির্বাচনের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সরাসরি জনগণের দোরগোড়ায় গিয়ে প্রচারণা চালাচ্ছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার বিভিন্ন বাড়ি ও দোকানে গিয়ে তিনি নিজ হাতে লিফলেট বিতরণ করেন এবং ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন।
এরপর সাতকানিয়া উপজেলায় সংসদীয় আসন চট্টগ্রাম-১৪ ও চট্টগ্রাম-১৫-এর নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এই নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে আমাদের রাষ্ট্রকে কিছু ফিরিয়ে দেওয়ার সুযোগ এসেছে। যেসব ভাই-বোনের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং নতুন বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারছি, তাদের আদর্শকে পাথেয় করে এখন সময় রাষ্ট্র ও জনগণের প্রতি আমাদের প্রতিদান দেওয়ার।
তিনি আরও বলেন, আমাদের সত্যের পক্ষে ও নিরপেক্ষতার পথে থাকতে হবে। সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে যেন একটি উৎসবমুখর পরিবেশে স্বচ্ছ, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন উপহার দিতে পারি—এটাই আমাদের লক্ষ্য।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা প্রশাসক জানান, জেলার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে এবং সব ভোটকেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ঝুঁকির মাত্রা বিবেচনায় নিয়ে বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন থাকবে এবং কঠোর নজরদারি নিশ্চিত করা হবে।
তিনি বলেন, সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে এনে উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি নির্বাচন আয়োজনের জন্য যা যা করণীয়, প্রশাসন তা বাস্তবায়ন করছে। এ কাজে সেনাবাহিনী, পুলিশ ও আনসারসহ সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করছেন।
গণভোট প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, জনগণ তাদের পছন্দ অনুযায়ী ভোট দেবেন। তবে গণভোটের ক্ষেত্রে যে নির্দেশনা ও মানদণ্ড নির্ধারিত রয়েছে, তা ভোটারদের কাছে স্পষ্টভাবে তুলে ধরা হচ্ছে।