পটুয়াখালীর কুয়াকাটায় আলীশান নামের একটি আবাসিক হোটেল থেকে ফাহিমা আক্তার (বয়স জানা যায়নি) নামে এক নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সময় তাঁর সঙ্গে থাকা স্বামী পরিচয় দেওয়া যুবক উপস্থিত ছিলেন না। হোটেল কর্তৃপক্ষ জানায়, যুবকের মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে কুয়াকাটা পৌরসভার ৩নং ওয়ার্ডে হোটেল আলীশানের ১০৫ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। নিহত ফাহিমা আক্তারের বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে। পুলিশ জানিয়েছে, গত ২ ডিসেম্বর থেকে ফাহিমা ও আরিফ হোসেন নামের ওই যুবক হোটেলে অবস্থান করছিলেন। দীর্ঘদিন থাকার পর বুধবার রাতে হোটেল কক্ষের ভিতর থেকে ফাহিমার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

হোটেল মালিক শহীদ হোসেন বলেন, “আমি তাদের কাছে রুম ভাড়া দিয়েছি মাসিক চুক্তিতে। আগের দিন বিকেল থেকে রুম তালাবদ্ধ দেখেছিলাম। রাত পর্যন্ত কোনো খোঁজ না পেয়ে জানালা দিয়ে ভিতরে তাকিয়ে দেখি ফ্যানের সঙ্গে ওই নারী ঝুলছে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেই।”

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহব্বত খান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে। মরদেহ উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবে দেখা হলেও, সঠিক মৃত্যুর কারণ জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পুলিশের বক্তব্য অনুযায়ী, মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে। এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত থাকলেও পুলিশ নিশ্চিত করেছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার রহস্য উদঘাটন হবে।