গাজীপুরের কাপাসিয়া উপজেলায় কৃষি জমির কচুরিপানা ভাসাতে গিয়ে বানার নদীতে ডুবে নিখোঁজ এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কাপাসিয়ার ঘাগটিয়া ইউনিয়নের নায়েবের বাড়ি এলাকায় বানার নদী থেকে নিখোঁজ বিলকিস আক্তার (৪০)-এর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার উকিল উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে চারজন নারী মিলে কৃষি জমিতে কাজ করছিলেন। এ সময় জমির কচুরিপানা ভাসাতে গিয়ে তারা নদীর প্রবল স্রোতে ভেসে যান। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে তিনজনকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নেয়।
পরে চিকিৎসক লিপি আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত দিনা সুলতানা ও আরেক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। নিখোঁজ হন বিলকিস আক্তার।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনভর উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যায় নদী থেকে বিলকিসের মরদেহ উদ্ধার করে।
কাপাসিয়ার আড়ালিয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আল মামুন বলেন, নিখোঁজ বিলকিস আক্তারের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।