কক্সবাজারের নুনিয়াছড়া ঘাটে সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ জাহাজে আগুন লেগে একজন নিহত হয়েছেন। নিহত নুর কামাল (৩৫) জাহাজের কর্মচারী ছিলেন। অগ্নিকাণ্ডের সময় তিনি একটি কক্ষে ঘুমাচ্ছিলেন।

জাহাজে থাকা ১৯৪ জন পর্যটক নিরাপদে উদ্ধার হয়েছেন, যাত্রীরা ঘাটে অপেক্ষা করছিলেন। কিছু অংশকে অন্য জাহাজে করে সেন্টমার্টিনে পাঠানো হয়েছে, বাকি যাত্রীরা পরবর্তী দিনে যাবেন।

ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করে আগুন লাগার কারণ নির্ধারণ করবে।

ঘটনার সময় যাত্রী মোহাম্মদ ওবায়দুল ইসলাম জানান, ভাগ্য ভালো জাহাজে উঠেননি, এবং আগুনের দৃশ্য দেখার পর ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে।