ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার পর মেহেরপুর জেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সম্ভাব্য অনুপ্রবেশ, পলায়ন ও দুষ্কৃতিকারীদের তৎপরতা রোধে সীমান্তজুড়ে কড়া নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
রোববার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। রোববার সকাল থেকেই মেহেরপুর ও কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী এলাকায় সমন্বিত তল্লাশি কার্যক্রম চলছে।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৩১/৮-আর থেকে ৮১/৩-এস পর্যন্ত প্রায় ৮১ দশমিক ৫ কিলোমিটার এলাকাজুড়ে এই নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর আওতায় সীমান্তের সংবেদনশীল পয়েন্টগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে কয়েকটি স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় কোনো ধরনের অনুপ্রবেশ বা অপরাধমূলক কার্যক্রম যাতে সংঘটিত না হয়, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি জানান, এই কার্যক্রমে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীমান্তে এ ধরনের কড়া নজরদারি ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে। বিজিবি সীমান্ত এলাকার বাসিন্দাদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং কোনো সন্দেহজনক তৎপরতা নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ করেছে।
স্থানীয়দের মতে, সাম্প্রতিক ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেন, এই নজরদারির মাধ্যমে সীমান্ত নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।