মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকেই পাহাড়ি এই অঞ্চলে কনকনে শীত ও ঘন কুয়াশা দেখা গেছে।
পাহাড়ি এলাকায় চা শ্রমিকরা বাগানে কাজে বের হওয়ার সময়, রিকশা ও ভ্যান চালকরা সকালে সড়কে নামার সময় শীতের প্রভাব অনুভব করছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিলেছে।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন। তিনি বলেন, “ভোরবেলায় কুয়াশা ঘন হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রায় কিছুটা বিরূপ প্রভাব পড়ে।”
শ্রীমঙ্গলের স্টেশন রোড, চা বাগান এলাকা ও শহরের অলিগলিতে শীতের পোশাকের চাহিদা বেড়ে গেছে। সকাল-সকাল ঠান্ডা উপেক্ষা করে মানুষ কাজের জন্য বের হলেও, বেলা বাড়লে রোদের উষ্ণতায় স্বস্তি পাচ্ছেন।