সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাজবাড়ীতে জেলা বিএনপির উদ্যোগে বিশাল দোয়া ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নেতাদের ভাষ্য, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আজ গোটা দেশকে উদ্বিগ্ন করে তুলেছে; রাজনৈতিক অস্থিরতার সময় তাঁর উপস্থিতি জাতির জন্য ভরসার প্রতীক।
গতকাল বিকেলে শহীদ খুশি রেলওয়ে ময়দানে অনুষ্ঠিত এ আয়োজন শুরু হয় মাদ্রাসা শিক্ষার্থীদের তিলাওয়াত ও পবিত্র কোরআন খতমের মাধ্যমে। পরে দোয়া মাহফিল ও আলোচনা সভায় স্থানীয় বিএনপি–পরিবারের নেতা–কর্মীদের ঢল নেমে আসে।
জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেতা নন; বাংলাদেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের সংগ্রামে তিনি সাহসের প্রতীক। স্বৈরাচারের বিরুদ্ধে তাঁর ১৭ বছরের লড়াই দেশকে এগিয়ে নিয়েছে। আজ তাঁর অসুস্থতা ১৮ কোটি মানুষকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে।”
তিনি আরও বলেন, নির্বাচন ও জনগণের সরকার প্রতিষ্ঠার অনিশ্চয়তার সময় দেশের মানুষ নানা ভয়-আশঙ্কায় থাকে। “এই মুহূর্তে বেগম জিয়ার নেতৃত্ব আমাদের আরও বেশি প্রয়োজন। তিনি যদি আমাদের মাঝ থেকে হারিয়ে যান, দেশের ভবিষ্যৎ কী দিকে যাবে—তা কেউ বলতে পারবে না,”—এমন বক্তব্যও দেন তিনি।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কে এ বারী, গাজী আহসান হাবিব, সাবেক পৌর সাধারণ সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু, জেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন আব্বাসী এবং ওলামা দলের সভাপতি আইয়ুব খান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য এ মজিদ বিশ্বাস।
সবশেষে ভাণ্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মো. সিরাজুম্মুনি বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে খালেদা জিয়ার রোগমুক্তির পাশাপাশি দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন, যা মাঠজুড়ে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।