বর্তমানে পশ্চিমবঙ্গসহ ভারতের উত্তরাঞ্চলে দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেখানে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ১৫১–২০০ এর মধ্যে, যা অস্বাস্থ্যকর পর্যায়।

বায়ু প্রবাহের মাধ্যমে এ দূষিত বাতাস আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারে। এতে দেশের বায়ু মানও অস্বাস্থ্যকর হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দেশের আবহাওয়া পর্যবেক্ষক দল বিডব্লিউওটি। এ অবস্থায় শ্বাসকষ্ট, সর্দি-কাশি, অ্যালার্জি ও অন্যান্য বায়ুবাহিত রোগের প্রকোপ বাড়তে পারে। এদিকে বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৭টা ৫০মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২০২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৬ষ্ঠ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমানের এ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, যার স্কোর ২৫৩। এছাড়া ২৫০ স্কোর নিয়ে ভারতের কলকাতা শহর রয়েছে দ্বিতীয় অবস্থানে।

এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) কী?

বায়ুমণ্ডলে সালফার ডাই-অক্সাইড (SO₂), নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂), কার্বন মনোক্সাইড (CO), কার্বন ডাই-অক্সাইড (CO₂), মিথেন, অ্যারোজোলসহ বিভিন্ন দূষকের মাত্রা বৃদ্ধি পেলে বাতাস দূষিত হয়। এসব উপাদানের ঘনত্ব অনুযায়ী AQI নির্ধারিত হয়। AQI মাত্রা অনুযায়ী বাতাসের মান
০–৫০: স্বাস্থ্যকর
৫১–১০০: মাঝারি
১০১–১৫০: স্পর্শকাতর গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
১৫১–২০০: অস্বাস্থ্যকর
২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর
৩০১–৫০০: মারাত্মক অস্বাস্থ্যকর