রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে অবশেষে স্থবিরতা কাটিয়ে ছাত্র সংসদ (কাকসু) নির্বাচনের প্রাথমিক রোডম্যাপ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। তিন দশকের বেশি সময় ধরে বন্ধ থাকা এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর প্রশাসন আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিল।

মঙ্গলবার (২ ডিসেম্বর) কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বছরের ৭ জানুয়ারির মধ্যে কলেজের সব শিক্ষার্থীর আইডি কার্ড হালনাগাদ করা হবে। পরবর্তী ধাপে ১৫ জানুয়ারি প্রকাশ করা হবে ছবিসহ খসড়া ভোটার তালিকা। শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্বাচন আয়োজনের অনুমতি পাওয়া মাত্রই গঠন করা হবে নির্বাচন কমিশন। কমিশন গঠনের দুই সপ্তাহের মধ্যে ঘোষিত হবে চূড়ান্ত ভোটার তালিকা, আর চূড়ান্ত তালিকা প্রকাশের এক সপ্তাহ পর ঘোষণা করা হবে নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল।

তফসিল ঘোষণার ২০ দিনের মধ্যেই ভোটগ্রহণ ও ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে মন্ত্রণালয় অনুমতি দিলে সময়সূচি আরও এগিয়ে আনা সম্ভব বলেও কলেজ প্রশাসন জানিয়েছে।

রোডম্যাপ ঘোষণার আগে সকাল থেকেই সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ করেন। তাদের আন্দোলনে কলেজের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও যোগ দেন। উত্তপ্ত পরিস্থিতি মোকাবিলায় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ে ঢুকে তাকে অবরুদ্ধ করে দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জানায়। পরে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে রোডম্যাপ প্রকাশের আশ্বাস দেন অধ্যক্ষ।

১৯৯০ সালে কারমাইকেল কলেজে সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ ৩৫ বছর ধরে নির্বাচনের আয়োজন না হওয়ায় নেতৃত্ব বিকাশ, ছাত্র অধিকার আদায় এবং গণতান্ত্রিক চর্চার সুযোগ সংকুচিত হয়ে পড়েছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন। বর্তমানে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত এই শতবর্ষী প্রতিষ্ঠানে কাকসুর তহবিলে প্রায় এক কোটি টাকা দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে বলেও জানা গেছে।