ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. জামিল (২০) নিহত হয়েছেন। একই মোটরসাইকেলে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা–আরিচা মহাসড়কের বারবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামিল মানিকগঞ্জ জেলার কৃষ্ণপুর ইউনিয়নের ছোট রাতাহির চর গ্রামের বাসিন্দা। আহত দুজনের নাম উসামা (২৪) এবং আসিফ (১৮)। তারা মানিকগঞ্জগামী একই ইউনিয়নের বাসিন্দা।
হাইওয়ে পুলিশ জানায়, তিনজন একটি মোটরসাইকেলে করে মানিকগঞ্জের দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে বারবাড়িয়া এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে তারা সড়কে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই জামিলের মৃত্যু হয় এবং অন্য দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয় পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান মোহাম্মদ কৌশিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নেয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হলেও এর চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে তিনি জানান।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ তার পরিবারে হস্তান্তর করা হবে।
স্থানীয়রা জানান, ঢাকা–আরিচা মহাসড়কের এ অংশে অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা প্রায়ই ঘটে। তারা দ্রুতগতির যান নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর জন্য দাবি জানিয়েছেন।