ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে আরও ১৮ জনকে সাজা দেওয়া হয়েছে।
আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন কেবল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার।
ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার প্লট দুর্নীতির তিন মামলার রায় ঘোষণা করেন।
তিন মামলারই আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে ৭ বছর করে মোট ২১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে একটি মামলায় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে আরেক মামলায় পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডের পাশাপাশি শেখ হাসিনাকে এক লাখ টাকা করে তিন লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে ৬ মাস করে ১৮ মাস বিনাশ্রম কারাদণ্ড; পুতুল ও জয়কে দণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
তাদের বিরুদ্ধে অভিযোগ, ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও ‘সেই তথ্য গোপন করে তারা আইন ভেঙে দুর্নীতির মাধ্যমে’ পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা আকারের একটি করে প্লট বরাদ্দ নিয়েছেন। পূর্বাচলের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর সড়কের আশপাশে এসব প্লটের অবস্থান।
আর এ অপরাধে সম্পৃক্ত থাকায় সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনকে দুই মামলায় ৬ বছর করে মোট ১২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে এক লাখ টাকা করে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে দেওয়া হয়েছে ছয় মাস করে এক বছরের কারাদণ্ড।

সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে তিন মামলায় ৬ বছর করে মোট ১৮ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাস করে দেড় বছরের কারাভোগ করতে হবে তাকে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার ও কাজী ওয়াছি উদ্দিনকেও একই সাজা ভোগ করতে হবে।
গৃহায়ন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদারকে তিন মামলায় এক বছর করে মোট ৩ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে। পাঁচ, দশ ও পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাস করে তিন মাস কারাভোগ করতে হবে তাকে।
রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞাকে তিন মামলায় দেওয়া হয়েছে পাঁচ বছর করে মোট ১৫ বছরের সশ্রম কারাদণ্ড। পঞ্চাশ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাস করে ৯ মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছে।
রাজউকের সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীনকে তিন মামলায় ৩ বছর করে মোট ৯ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাস করে ছয় মাস কারাভোগ করতে হবে তাকে।
রাজউকের আরেক সাবেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর প্রকৌশলী সামসুদ্দীন আহমদ চৌধুরীকেও একই সাজা দেওয়া হয়েছে।
রাজউকের সাবেক সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদকে এক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাস কারাভোগ করতে হবে তাকে।
রাজউকের সাবেক সদস্য (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) তন্ময় দাসকে দুই মামলায় ৩ বছর করে মোট ৬ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাস করে চার মাস কারাভোগ করতে হবে তাকে।
রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) নুরুল ইসলামকেও দুই মামলায় একই সাজা দেওয়া হয়েছে।
রাজউকের পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলামকে এক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাস কারাভোগের সাজা দেওয়া হয়েছে তাকে।
রাজউকের পরিচালক (এস্টেট ও ভূমি-২) কামরুল ইসলামকেও এক মামলায় একই সাজা দেওয়া হয়েছে।
রাজউকের সহকারী পরিচালক (এস্টেট ও ভূমি-৩) হাফিজুর রহমান এক মামলায় পেয়েছেন এক বছরের সশ্রম কারাদণ্ড। পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাস কারাভোগ করতে হবে তাকে।
রাজউকের সহকারী পরিচালক (এস্টেট ও ভূমি-৩) হাবিবুর রহমান সবুজকে ও মাজহারুল ইসলামকেও এক মামলায় একই সাজা দেওয়া হয়েছে।
রাজউকের সহকারী পরিচালক (এস্টেট ও ভূমি-৩) নায়েব আলী শরীফ দুই মামলায় পেয়েছেন ১ বছর করে মোট ২ বছরের সশ্রম কারাদণ্ড। পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাস করে ২ মাসের কারাভোগ করতে হবে তাকে।
রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমকে তিন মামলায় ১ বছর করে মোট ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাস করে কারাভোগ করতে হবে তিন মাস।
আসামিদের মধ্যে একমাত্র আসামি খুরশীদ আলম কারাগারে রয়েছেন। রায় ঘোষণার সময় তাকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানো হয়। আদালতকে সম্মান দেখিয়ে আত্মসমর্পণ করায় তাকে লঘু শাস্তি দেওয়ার কথা জানিয়েছেন বিচারক।
অপর আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
রায় ঘোষণার পর দুদকের কৌঁসুলি খান মো. মাইনুল হাসান লিপন বলেন, “আমরা আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেছিলাম; কিন্তু তা হয়নি। কমিশনের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি খুরশীদ আলমের আইনজীবী শাহীনুর ইসলাম।
তদন্ত কর্মকর্তারা গত মার্চে শেখ হাসিনার প্লট মামলায় ১২ জন, জয়ের প্লট মামলায় ১৭ জন ও পুতুলের প্লট মামলায় ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আসামিদের বেশিরভাগই একাধিক মামলায় অভিযুক্ত হওয়ায় প্রকৃতপক্ষে তাদের সংখ্যা ২৩।
‘ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে’ রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত জানুয়ারিতে মোট ছয়টি মামলা করে দুদক। এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী ও ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে আসামি করা হয়।
ছয় মামলাতেই শেখ হাসিনাকে আসামি করা হয়। গত ৩১ জুলাই হাসিনা পরিবারের তিন মামলায় ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। চার মাসের মাথায় গত ২৩ নভেম্বর এসব মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করা হলো।
এর আগে গত ১৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে দোষী সাব্যস্ত করে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এবার তাকে দুর্নীতি মামলায় কারাদণ্ড দেওয়া হল। তিনি বাংলাদেশের দ্বিতীয় সাবেক রাষ্ট্র বা সরকারপ্রধান, যার দুর্নীতির দায়ে সাজার রায় এল।
এর আগে আওয়ামী লীগ সরকারের সময় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিভিন্ন মেয়াদে সাজা হয়েছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর আপিলে তিনি দুই মামলাতেই খালাস পান।
তার আগে সাবেক সামরিক শাসক এইচ এম এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর এক ডজনের বেশি দুর্নীতির মামলার আসামি হন। তার মধ্যে জনতা টাওয়ারসহ একাধিক মামলায় তিনি হন দণ্ডিত।