খুলনা জেলা কারাগারে শুক্রবার বিকেলে দুই গ্রুপের সংঘর্ষের পর তিন হাজতিকে ঢাকার কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।
প্রিজনভ্যানে পাঠানো তিনজন হলেন কালা তুহিন, গ্রেনেড বাবুর ভাই রাব্বি ও জিতু।
জেলার মুনীর হুসাইন জানান, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পলাশ নামে এক বন্দিকে মারধর করা হয়, এরপর উভয় পক্ষের ধাওয়া–পাল্টাধাওয়া শুরু হয়। পাগলা ঘণ্টা বাজানোর পর পরিস্থিতি শান্ত হয়।”
তিনি বলেন, “শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
বর্তমানে কারাগারে ১৪২৩ জন বন্দি রয়েছে। নিরাপত্তার স্বার্থে এর আগেও কয়েকজন শীর্ষ সন্ত্রাসীকে ঢাকায় পাঠানো হয়েছিল বলে জানান জেলার।
খুলনা কারাগারে সংঘর্ষের পর তিন আসামি কাশিমপুরে
বন্দিদের দুই গ্রুপের ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা
স্থান
খুলনা
