রাজশাহীর দড়িখরবোনা এলাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ নাইট টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দড়িখরবোনা কবর খনন কমিটির আয়োজনে এবং উদ্যোক্তা মোঃ আরিফুল হোসেন উজ্জ্বলের উদ্যোগে শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মিজানুর রহমান মিনু—সাবেক মেয়র, রাজশাহী সিটি কর্পোরেশন ও সাবেক এমপি, রাজশাহী-২; এবং চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব মোসাদ্দে হোসেন বুলবুল, সাবেক মেয়র, রাজশাহী সিটি কর্পোরেশন এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি
জনাব রফিকুল ইসলাম রবি, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, রাজশাহী মহানগর
জনাব ইঞ্জি. মোঃ আরিফুজ্জামান সোহেল, সদস্য সচিব, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগর; সদস্য, নগর যুবদল এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী), ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (DEAB)
সৈয়দ মোহাম্মদ ইফতেখার জিমু, যুগ্ম আহবায়ক, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ, রাজশাহী মহানগর
মোঃ ইমদাদুল হক লিমন, সদস্য সচিব, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল
মোঃ আজাদ কালাম, সাবেক সাধারণ সম্পাদক, ১৫ নং ওয়ার্ড বিএনপি
এসময় অতিথিরা স্থানীয় ক্রীড়াঙ্গনে এমন আয়োজনকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।