ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেলওয়ে স্টেশনে আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের বগিতে ছুরিকাঘাতে আল আমিন (৩০) নামে এক পপকর্ন বিক্রেতা নিহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে জেলার পীরগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে যাত্রা করা ট্রেনটিতে এই ঘটনা ঘটে।

পীরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আল আমিন কুড়িগ্রামের উলিপুর উপজেলার চরবধুয়াথলি গ্রামের মন্টুর ছেলে এবং কয়েক বছর ধরে ট্রেনে পপকর্ন বিক্রি করতেন।

স্টেশন কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী যাত্রীদের বরাতে জানা যায়, ট্রেনের শেষ বগিতে পপকর্ন বিক্রেতা আল আমিন ও আরেক ভ্রাম্যমাণ নারিকেল বিক্রেতার মধ্যে দীর্ঘক্ষণ ধরে কথা কাটাকাটি চলছিল। এক পর্যায়ে নারিকেল বিক্রেতা উত্তেজিত হয়ে ওঠেন এবং সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে আল আমিনের বুকে ও পেটে একাধিকবার আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় আল আমিন ঘটনাস্থলেই মেঝেতে লুটিয়ে পড়েন।

চিৎকার শুনে যাত্রীরা ছুটে এলে অভিযুক্ত নারিকেল বিক্রেতা দ্রুত ট্রেন থেকে নেমে পালিয়ে যায়। যাত্রীরা ও স্থানীয়রা দ্রুত আল আমিনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, ট্রেনে ভ্রাম্যমাণ বিক্রেতাদের মধ্যে জায়গা দখল ও ক্রেতা নিয়ে প্রতিযোগিতা বাড়ায় এসব সংঘর্ষ প্রায়ই ঘটে। রেলওয়ে কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি না থাকায় ঝুঁকি বাড়ছে বলে তারা অভিযোগ করেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্তের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং তাকে আটকের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। প্রাথমিকভাবে এটি ব্যক্তিগত বিরোধজনিত ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

ইএফ /