খুলনায় জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) তানভীর হোসেনকে অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছে এলাকাবাসী ও ডিলাররা। রবিবার (১৯ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ডিসি ফুড দীর্ঘদিন ধরে ওএমএস ও মিলারদের কাছ থেকে নিয়মিত ঘুষ নিচ্ছেন। প্রতি ২০ টনের গাড়িতে ২০ হাজার টাকা করে ঘুষ নেওয়ার প্রমাণ রয়েছে বলে দাবি করেন তারা। এছাড়া নিয়োগ পরীক্ষায় টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁস, দেরিতে অফিসে আসা এবং গভীর রাতে আর্থিক লেনদেন নিয়ন্ত্রণের অভিযোগও তোলা হয়।
বক্তারা বলেন, “তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে খাদ্য বিতরণেও অনিয়ম করেছেন এবং আদালতের আদেশ উপেক্ষা করেছেন।”
ডিলার ও এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে তানভীর হোসেনের অপসারণ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভীর হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “যারা মানববন্ধন করছে, তাদের ডিলারশিপের মেয়াদ শেষ হয়েছে। তারা প্রকৃত ডিলার নন।”