ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় ব্যতিক্রমধর্মী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ১০ দলীয় ঐক্য মনোনীত এনসিপি প্রার্থী এ এস এম সুজা উদ্দিন। নাইক্ষ্যংছড়ি ও রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী ও প্রত্যন্ত এলাকায় তার এই প্রচারণার নাম দেওয়া হয়েছে ‘নেটওয়ার্কের বাইরে’।

এই কর্মসূচির আওতায় নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর, বাইশারী, ঘুমধুম, দোছড়ি, সোনাইছড়ি, ফুলতলি ও তুলাতলি ইউনিয়নসহ রোয়াংছড়ির গহীন পাহাড়ি জনপদে প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া ঘুমধুম, তুমব্রু সীমান্ত এলাকা এবং রেমাক্রীর প্রত্যন্ত অঞ্চলেও শাপলা কলি প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করছেন তিনি।

প্রচারণাকালে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের বঞ্চনা, দুর্ভোগ ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শুনছেন প্রার্থী সুজা উদ্দিন। নির্বাচিত হলে এসব অঞ্চলের মানুষের মৌলিক অধিকার ও নাগরিক সেবা নিশ্চিত করার আশ্বাসও দিচ্ছেন তিনি।

‘নেটওয়ার্কের বাইরে’ প্রচারণা সম্পর্কে এ এস এম সুজা উদ্দিন বলেন, এসব এলাকার মানুষ শুধু যোগাযোগ নেটওয়ার্কের বাইরে নয়, বহু নাগরিক সেবার বাইরেও রয়ে গেছে। সংসদে গেলে তাদের ন্যায্য অধিকার ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করবেন তিনি।

স্থানীয়দের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতামত শোনার এই উদ্যোগ ইতোমধ্যে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সংশ্লিষ্টদের মতে, ভিন্নধর্মী এই প্রচারণা পাহাড়ি জনপদের মানুষের মধ্যে নতুন করে আস্থা ও প্রত্যাশা জাগিয়েছে।