কুয়াকাটা শহরে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ ও অস্থায়ী দোকান-পাট উচ্ছেদ করে সেখানে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা ও বন বিভাগ। পরিবেশ সংরক্ষণ এবং শহরের সৌন্দর্য বৃদ্ধি করতেই এই যৌথ উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।

সম্প্রতি শহরের প্রধান সড়ক ঘেষে থাকা ভ্রাম্যমাণ দোকান ও টিনসেট দোকান উচ্ছেদ করা হয়। এরপর ওই এলাকায় ছায়াদানকারী ও শোভাময় বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়েছে। এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপকূল পরিবেশ আন্দোলন (উপরা) সভাপতি কেএম বাচ্চু বলেন, “শহরের পরিবেশ ও জলবায়ু রক্ষা এবং পর্যটনের মান উন্নয়নে এটি অত্যন্ত ইতিবাচক উদ্যোগ। সবুজায়ন চালিয়ে গেলে কুয়াকাটার পরিবেশ আরও উন্নত হবে।”

তবে ক্ষুদ্র ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। কাওছার নামের একজন ভ্রাম্যমাণ বিক্রেতা বলেন, “আমরা বহু বছর ধরে ব্যবসা করি। হঠাৎ উচ্ছেদ হওয়ায় পরিবারের ওপর চাপ পড়েছে। সরকারি পক্ষ থেকে বিকল্প ব্যবস্থা থাকলে বিষয়টি সহজ হতো।”

বাংলাদেশ বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনির খান জানান, “কুয়াকাটা একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র। দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা ও অপরিকল্পিত উন্নয়ন এলাকায় পরিবেশ ও সৌন্দর্যকে ক্ষতিগ্রস্ত করেছে। নতুন উদ্যোগে সবুজায়নের পাশাপাশি সড়কপথের সৌন্দর্যও বাড়বে।”

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার পৌর প্রশাসক ইয়াছিন সাদেক বলেন, “পর্যটন নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় বিশৃঙ্খল পরিবেশ কোনোভাবেই কাম্য নয়। সড়কপথ ও শহরের শৃঙ্খলা বজায় রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়টিও আমরা বিবেচনায় রাখছি।”