ঝিনাইদহের নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে আরিয়ান (৪) ও তাসনীম (৪) নামে দুই শিশু পানিতে ডুবে মারা গেছেন। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার কাতলামারি কুঠিরপাড় গ্রামে।

নিহত আরিয়ান ওই গ্রামের সোহেল মিয়ার ছেলে এবং তাসনীম একই গ্রামের ইমদাদুল ইসলাম তারা মিয়ার মেয়ে। তারা চাচাতো ভাই।

পরিবারের বরাত দিয়ে জানা গেছে, দুপুরে আরিয়ান ও তাসনীমের সঙ্গে তাদের একজন পারিবারিক শিশু নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে আরিয়ান ও তাসনীম পানিতে ডুবে যান। এরপর নদী থেকে উঠতে না পারায় অপর শিশু বাড়ি ফিরে সবাইকে খবর দেয়। পরিবারের লোকজন নদীতে গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।

কাতলামারি পুলিশ ক্যাম্পের এসআই জাহাঙ্গীর আল মামুন জানান, নদীতে গোসল করার সময় তিন শিশু নদীতে নামে। তাদের মধ্যে আরিয়ান ও তাসনীম ডুবে যায়। অপর শিশু বাড়ি ফিরে আভিযোগ দিলে পরিবারের সদস্যরা নদীতে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা পারিবারিকভাবে দাফন করবেন।

স্থানীয়রা জানান, নবগঙ্গা নদী এলাকায় শিশুদের জন্য গোসলের নিরাপদ ব্যবস্থা নেই। দুর্ঘটনার পর পরিবার ও প্রতিবেশীরা গভীর শোক প্রকাশ করেছেন।