ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রামে এক রহস্যজনক ঘটনায় সদ্যবিবাহিত যুবক মো. জামাল ফকির (২৮)কে আখক্ষেতের বেড়ার বাঁশের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেছে।
জামালের পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মো. লিটন ভূঁইয়ার মেয়ে রোকেয়া আক্তারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের রাত নবদম্পতিকে বাসরঘরে রাখা হয়। কিন্তু শুক্রবার (২৪ অক্টোবর) সকালে আখক্ষেতের বেড়ার বাঁশের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় জামালের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, বাঁশের আড়ার উচ্চতা মাত্র দুই-দেড় ফুট হওয়ায় আত্মহত্যার সম্ভাবনা প্রায় নেই। নিহতের সদ্যবিবাহিতা স্ত্রী রোকেয়া আক্তার বলেন, সকালে চিৎকার শুনে দরজা খোলার সময় তিনি মরদেহটি মাটিতে পড়ে থাকতে দেখেন। জামালের বড় ভাই জালাল ফকির জানিয়েছেন, তার ভাই কারও সঙ্গে কোনো শত্রুতা করেননি এবং এমন মৃত্যু নিয়ে পরিবারে রহস্য তৈরি হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।