আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকার লালমাটিয়ায় এক আলোচনা সভায় বক্তারা ডিজিটাল পরিসরে নারী ও কিশোরদের বিরুদ্ধে সহিংসতা রোধ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা মানবাধিকার প্রতিষ্ঠার অপরিহার্য শর্ত হিসেবে চিহ্নিত করেন।

সভায় উপস্থিত ছিলেন ভয়েসের উপপরিচালক মুশাররাত মাহেরা, যিনি বলেন, “ডিজিটাল সহিংসতা বন্ধ করা কেবল ন্যায্যতার দাবি নয়; এটি সংবাদমাধ্যমের স্বাধীনতা ও জনগণের তথ্য জানার অধিকার রক্ষার জন্যও অপরিহার্য।”

জুলাই আন্দোলনের পর সাংবাদিকরা শারীরিক হামলা, গণপিটুনি, যন্ত্রাংশ জব্দ, আটক এবং সাইবার ও ফৌজদারি আইনের আওতায় হয়রানির মুখোমুখি হয়েছেন। বিশেষ করে নারী সাংবাদিকদের ক্ষেত্রে যৌন হয়রানি, ভুয়া তথ্য ছড়ানো এবং পরিবারের সদস্যদের লক্ষ্য করে আক্রমণ বেড়েছে, যা অনেককে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য করেছে।

ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, “গণতান্ত্রিক স্থিতিশীলতা আনতে হলে ডিজিটাল সহিংসতার অবসান এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা একমাত্র বিকল্প।”