সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানার এলাকা থেকে মাদরাসাছাত্র অপহরণের চেষ্টা চালানো একজন যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটি বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে লালাদিঘীর পাড় এলাকায় ঘটে।

পুলিশ সূত্র জানায়, আটক ব্যক্তি হলেন আলিম মিয়ার ছেলে হিসাম আহমদ (২০)। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে নগরের নবাব রোড এলাকায় একটি প্রাইভেটকার থেকে ফিল্মি স্টাইলে মাদরাসাছাত্রকে অপহরণের চেষ্টা করা হয়। বিষয়টি দ্রুত স্থানীয়দের নজরে আসে এবং কোতোয়ালী থানার লামাবাজার ফাঁড়ির ইনচার্জ মো. আলী খানের নেতৃত্বে পুলিশ অভিযান শুরু করে।

ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়। এর ভিত্তিতে পুলিশ বুধবার মধ্যরাতে লালাদিঘীর পাড়স্থ মাহমুদ ভিলা-৯ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসামকে আটক করে।

মহানগর পুলিশের এক সূত্র জানায়, প্রাথমিক তদন্তে আরও তথ্য পাওয়া যাচ্ছে। সব প্রমাণ যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, অপহরণচেষ্টার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মূলে কারা ইন্ধনদাতা ছিলেন তা খুঁজে বের করার কাজ চলছে। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও স্থানীয়রা সতর্ক করে বলেছেন, এ ধরনের ঘটনা এড়িয়ে চলতে অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্ক থাকা জরুরি। সিলেট মহানগর পুলিশ এ ধরনের অপরাধ রোধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।