লক্ষ্মীপুরে ওয়ার্কশপের আড়ালে আগ্নেয়াস্ত্র তৈরি করার অভিযোগে নুর উদ্দিন জিকু নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাঙামাটির চন্দ্রঘোনা থানার গভীর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার জিকু নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের আব্দুল গোফরানের ছেলে। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে অবস্থিত “নোহা অটো ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং” ওয়ার্কশপের মালিক। স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ার্কশপের আড়ালে সে দেশীয় বন্দুক ও অন্যান্য আগ্নেয়াস্ত্র তৈরি করত।

লক্ষ্মীপুর জেলা পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমীর নির্দেশনায় ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটোর নেতৃত্বে অভিযান চালিয়ে নুর উদ্দিনকে আটক করা হয়। ১ ডিসেম্বর তার ওয়ার্কশপ থেকে একটি দেশীয় অস্ত্র ও বিস্তৃত অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল। সেই সময় তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনের মামলা দায়ের করা হয়। তবে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পরে ৭ ডিসেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নোয়াখালীর জগদীশপুর গ্রামের নুর উদ্দিনের বাড়ির কবরস্থান থেকে ৫টি দেশীয় একনলা বন্দুক এবং একটি এলজি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামসমূহ তার ওয়ার্কশপেই তৈরি করা হয়েছিল এবং সবই নতুন।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, “নুর উদ্দিন তার দোকান ও বাড়ির কবরস্থান ব্যবহার করে অবৈধ অস্ত্র তৈরির সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা রয়েছে। অভিযান শেষে তাকে রাঙামাটি থেকে গ্রেপ্তার করা হয়েছে।”

স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, এমন কর্মকাণ্ড আইনশৃঙ্খলার জন্য গুরুতর হুমকি হতে পারে। পুলিশ বলেছে, অবৈধ অস্ত্র তৈরির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে তারা কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে।