ফরিদপুরের নগরকান্দা উপজেলার কদমতলী গ্রামের জসীম মাতুব্বর (২৬) জন্ম থেকেই দুই হাত ছাড়া জন্মগ্রহণ করেছেন। পা দিয়ে লিখে তিনি পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পাশ করেছেন এবং বর্তমানে সরকারি রাজেন্দ্র কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছেন।
অভাবের সংসারে বাবার সাহায্য ছাড়া পড়াশোনা চালাতে জসীম শৈশব থেকেই কাজের সঙ্গে যুক্ত। তিনি তালমা রসুলপুর বাজারে কাঁচামাল বিক্রি করে নিজের পড়াশোনা এবং পরিবারের দৈনন্দিন খরচ চালান। পণ্য মেপে, ব্যাগে ভরে, টাকা ফেরত দিয়ে গ্রাহকসেবা দেন পা ব্যবহার করে।
জসীম ২০২৩ সাল থেকে এনআইডি কার্ড পেতে সমস্যায় ছিলেন, কারণ দুই হাত না থাকায় আঙুলের ছাপ দিতে পারছিলেন না। সংবাদ মাধ্যমে বিষয়টি আলোচিত হওয়ার পর নগরকান্দা ইউএনও দবিউদ্দিন উদ্যোগ নিয়ে মাত্র ১১ দিনের মধ্যে জসীমের এনআইডি কার্ড প্রস্তুত করান।
স্থানীয়রা ও শিক্ষকরা তার সাহসী ও মেধাবী জীবনের প্রশংসা করেন। জসীম বলেন, পড়াশোনার প্রতি আকর্ষণ কোনো প্রতিবন্ধকতা আমাকে থামাতে পারে না। পড়াশোনা শেষ করে সরকারি চাকরি করতে চাই।