জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ চারজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন পেয়েছে প্রসিকিউশন।

বুধবার সন্ধ্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামীম এ তথ্য জানান।

প্রতিবেদনে থাকা বাকি তিনজন হলেন— সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

ট্রাইব্যুনালের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রসিকিউটর তামিম লেখেন, “জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সজীব ওয়াজেদ জয়, আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রক্রিয়া অনুযায়ী, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত শেষ করে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করে প্রধান কৌঁসুলির কার্যালয়ে। এরপর প্রসিকিউশন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়। তার পরিপ্রেক্ষিতে অভিযোগ গঠন এবং পরে বিচারকাজ শুরু হয়।