রাজবাড়ীর গুরুত্বপূর্ণ নদীপারের দৌলতদিয়া ঘাটের ৭ নম্বর ফেরিঘাট সাময়িক বন্ধ রাখা হয়েছে। নাব্য সংকট নিরসনে শুরু হওয়া ড্রেজিং কাজের কারণে শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ঘাটটি দিয়ে যানবাহন পারাপার স্থগিত করা হয়েছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন ইনচার্জ হুমায়ন কবির জানান, “আজ সকাল ৯টা থেকে ৭ নম্বর ঘাটে ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে। তাই এই ঘাটটি সাময়িক বন্ধ রাখা হয়েছে। কখন পুনরায় চালু হবে তা বলতে পারছি না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত থাকবে।”

যদিও ৭ নম্বর ঘাট বন্ধ থাকলেও ৩ ও ৪ নম্বর ফেরিঘাট সচল রয়েছে। বিআইডব্লিউটিসির সহকারী মহা ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, “ড্রেজিংয়ের কারণে ৭ নম্বর ঘাট বন্ধ থাকলেও অন্য দুটি ঘাটে যানবাহন পারাপার অব্যাহত রয়েছে। বর্তমানে ১২টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে, তাই নদীপারের যানজট নেই।”

দৌলতদিয়া ঘাট দেশের গুরুত্বপূর্ণ ফেরিঘাটগুলোর মধ্যে একটি। এখানে মোট সাতটি ঘাট থাকলেও শুধুমাত্র তিনটি ঘাট সচল। নদীর পানির মাত্রা কমে যাওয়ায় বিভিন্ন স্থানে নাব্য সংকট দেখা দিয়েছে, যার ফলে ফেরি চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের জন্য সাময়িক অস্বস্তি থাকলেও কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, ড্রেজিং কার্যক্রম শেষ হলে ঘাটটি পুনরায় চালু হবে এবং নদীপারের নাব্যতা স্বাভাবিক হবে। নাব্য রক্ষা ও নিরাপদ পারাপারের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে প্রতিদিন শত শত যানবাহন পারাপার করে নদীপারের গুরুত্বপূর্ণ সংযোগ নিশ্চিত করা হয়। বিশেষ করে ঢাকা–সিলেট মহাসড়ক ও দেশের বিভিন্ন অঞ্চলের যাত্রী ও যানবাহনের জন্য ৭ নম্বর ফেরিঘাটের সচলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।