ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল আজ সকাল থেকে বন্ধ রয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপথ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) দুর্ঘটনা এড়াতে বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৫টা ৫০ মিনিট থেকে ফেরি চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে।
বিআইডব্লিউটিসি জানায়, ভোর থেকেই নদীতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেয়েছে। এক পর্যায়ে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং যাত্রীদের সম্ভাব্য ঝুঁকি কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক নূর আহম্মেদ বলেন, “কুয়াশার তীব্রতা কমে এলে ফেরি চলাচল আবার স্বাভাবিক হবে। আমাদের লক্ষ্য যাত্রী ও নৌযান উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা।”
ঘন কুয়াশার কারণে অন্য নৌপথগুলোরও প্রভাব পড়েছে। মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌরুটেও ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এর ফলে মাঝ নদীতে দুটি ফেরি কয়েক ঘণ্টা আটকে পড়ে। যাত্রীদের নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য বিআইডব্লিউটিসি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে।
স্থানীয়রা জানান, কুয়াশার কারণে ভোরের আলোতেও নদীতে দৃষ্টিশক্তি কমে যাওয়ায় যাত্রীরা অনিশ্চয়তায় পড়েন। বিশেষ করে নদীপারের দূরত্ব যাঁদের দীর্ঘ, তারা এই সময় নৌযান ব্যবহার না করে অপেক্ষা করছেন।
বিআইডব্লিউটিসি আরও জানায়, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফেরি চলাচলের সময়সূচি পুনর্নির্ধারণ করা হবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা না হওয়া পর্যন্ত নৌপথে কোনো নিয়মিত চলাচল শুরু হবে না।