সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হওয়ার প্রায় চার ঘণ্টা পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে। গত শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে, যার ফলে ঢাকা ও চট্টগ্রামগামী ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করার পর অবশেষে মধ্যরাতে যোগাযোগ পুনঃস্থাপন সম্ভব হয়।

রেলওয়ে থানা সিলেটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস জানান, ফেঞ্চুগঞ্জের মল্লিকপুরে তেলবাহী ট্রেনটির চাকা লাইনচ্যুত হলে এই বিপর্যয় ঘটে। খবর পেয়ে দ্রুত কুলাউড়া থেকে একটি বিশেষ রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। রিলিফ ট্রেনটি লাইনচ্যুত ওয়াগনটিকে উদ্ধার করার পর আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে ঢাকা ও চট্টগ্রামগামী দুটি অপেক্ষমাণ ট্রেন সিলেট স্টেশন ত্যাগ করে।

এর আগে দুর্ঘটনা সম্পর্কে সিলেট রেলস্টেশনের ম্যানেজার মো. নরুল ইসলাম জানিয়েছিলেন, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই রেল কর্তৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে। এই সাময়িক অচলাবস্থায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হলেও, কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের কারণে দীর্ঘসূত্রিতা এড়ানো সম্ভব হয়। এই ধরনের দুর্ঘটনা এড়াতে রেললাইন রক্ষণাবেক্ষণ এবং ট্রেনের চাকা ও ওয়াগনের নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার ওপর আরও বেশি মনোযোগ দেওয়া জরুরি বলে মনে করছেন রেলযাত্রীরা।

ইএফ/