রংপুরের পীরগাছায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু’ অভিযানের অংশ হিসেবে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মাহমুদ মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, বাধা প্রদান ও হত্যাচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পীরগাছা থানা পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মিলন পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, “আব্দুল্লাহ আল-মাহমুদ মিলনের বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা রয়েছে। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত সহিংস ঘটনার পর থেকেই মিলনের বিরুদ্ধে তদন্ত চলছিল। এর আগেও তিনি যৌথবাহিনীর অভিযানে আটক হয়েছিলেন, তবে পরবর্তীতে জামিনে মুক্তি পান। নতুন করে অভিযান জোরদার হওয়ায় আবারও তাকে গ্রেপ্তার করা হলো।
এদিকে রংপুর মহানগরীতেও একই ধরনের অভিযানে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ সোমবার রাতে বিশেষ অভিযানে সঞ্জয় কুমার বর্মন (২৭) ও আব্দুল কাদের (৫২) নামে দুজনকে আটক করে। তাদের বিরুদ্ধেও বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং কাউকেই আইনের ঊর্ধ্বে রাখা হবে না।