দিরাই উপজেলার কুলঞ্জ গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন চলে আসা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ দুপুর ২টার দিকে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে নিশ্চিত করেছেন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. পিন্টু দাস।
সংঘর্ষে গুরুতর আহত ৮ জনকে সিলেটের মএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন: বশর মিয়া তালুকদার (৬০), ফুল মিয়া তালুকদার (৪৫), আলফু মিয়া তালুকদার (৩৫), কয়েস মিয়া তালুকদার (৫৫), ইকবাল মিয়া তালুকদার (৩২), কাহার মিয়া তালুকদার (৪০), জহির মিয়া তালুকদার (৪৫) ও কিশোর মাহিম (১৪)। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক ইউপি সদস্য ইলিয়াস মিয়া ও বর্তমান ইউপি সদস্য মাহবুব মিয়া–এর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে কুলঞ্জ গ্রামের বিভিন্ন স্থানে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। আজ বিকেলে ওই বিরোধ চরম রূপ নিয়েছে এবং দুই পক্ষের সংঘর্ষ ও গুলিবর্ষণ শুরু হয়েছে।
দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক ঢাকা পোস্ট-কে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরো জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।