বৃহস্পতিবার গভীর রাতে বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া বাজারে ঘটে এ মর্মান্তিক ঘটনা। পুলিশ জানিয়েছে, মুখোশধারী পাঁচ-ছয়জন ডাকাত ছাদ বেয়ে ঢুকে প্রথমেই পরিবারের সবাইকে হাত-পা বেঁধে ফেলে।

রাধেশ্যাম পদ্দারের পরিবারের সদস্যরা ভুসি ও খৈল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সাহসিকতার সঙ্গে প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতরা বিমোলা পদ্দারকে শ্বাসরোধে হত্যা করে। এরপর ঘরে তল্লাশি চালিয়ে সাত লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা জানান, “খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। একাধিক টিম তদন্তে নেমেছে এবং খুব দ্রুত অপরাধীদের শনাক্ত করা হবে।”

স্থানীয়দের ভাষায়, এ ধরনের ঘটনা এলাকায় আগে কখনও ঘটেনি। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।