নোয়াখালীর হাতিয়া উপজেলায় স্প্রে প্রয়োগ করে চুরির ঘটনায় আলোচিত প্রধান আসামি মো. শামীম ওরপে শামীম চোরাকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং ০২ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় হাতিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) এ নিয়ে একটি প্রেস নোট দেন।

এর আগে, গত ২২ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে শামীম চোরাকে উপজেলার বুড়িরচর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড থেকে অস্ত্র ও ০২ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত শামীম চোরা (২৯) বুড়িরচর ১ নং ওয়ার্ড গুল্যাখালী লামছি গ্রামের শফিউল আলমের ছেলে।

থানা অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা জানান, গত ২৮ অক্টোবর চরঈশ্বর ইউপির আলোচিত খাসের হাটের হাজী কামরুলের বাসায় স্প্রে প্রয়োগ করে চুরির ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে মামলা রেকর্ড করে এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে স্প্রে পার্টির প্রধানকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়।

শামীম চোরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। পুলিশ চুরি হওয়া মালামালের মধ্যে ১১ হাজার ৯০০ টাকা উদ্ধার করেছে। ওসি আরও জানান, আটক আসামির বিরুদ্ধে ইতোমধ্যে ৭টি মামলা তদন্তাধীন রয়েছে।

তিনি বলেন, স্প্রে প্রয়োগ করে চুরির ঘটনায় দুটি সিন্ডিকেটের ৫ জনকে শনাক্ত করা গেছে এবং এই চক্রের সঙ্গে আর কোনো দল জড়িত আছে কি না, তা নিয়ে জোর তদন্ত চলছে। উল্লেখ্য, এই অপরাধ চক্র স্প্রে ঘটনার সময় টেবিসিন ২ নামের ওষুধ ব্যবহার করত বলে জানা যায়।

ইএফ/