ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২ (সদর) আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি ) মনোনীত প্রার্থী মুহাম্মদ সাঈদ নোমান মঙ্গলবার রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এবং রাজশাহী কোর্ট চত্বরে ব্যাপক গণসংযোগ করেন।
দুপুর ১২টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি রাজশাহী বারের আইনজীবী, আইনজীবী সহকারী এবং আদালত প্রাঙ্গণে উপস্থিত সাধারণ ভোটারদের মাঝে প্রচারপত্র বিতরণ করেন। এ সময় তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈগল মার্কায় ভোট প্রার্থনা করেন। তরুণ প্রার্থী হিসেবে নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে আধুনিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। পুরো প্রচারণাজুড়ে তিনি হাসিমুখে শুভেচ্ছা বিনিময় করে সমর্থন কামনা করেন।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাঈদ নোমান রাজশাহীর উন্নয়ন নিয়ে তিনটি অগ্রাধিকারমূলক প্রতিশ্রুতি তুলে ধরেন—শিক্ষা, চিকিৎসা ও কৃষি।
তিনি বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মানসম্মত চিকিৎসাসেবার ঘাটতি রয়েছে। তাই ভারতের আধুনিক চিকিৎসা মডেলের মতো উন্নত স্বাস্থ্যসেবা রাজশাহীতে চালুর মাধ্যমে স্বাস্থ্যখাতকে এগিয়ে নিতে চান তিনি।
শিক্ষাখাতে রাজশাহীকে আরও আধুনিক শিক্ষানগরী হিসেবে গড়ে তুলতে অবকাঠামো, প্রযুক্তি ও মানোন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা ব্যক্ত করেন এবি প্রার্থী।
কৃষিকে ঘিরে তিনি বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা, উৎপাদিত পণ্যের সঠিক সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা এবং বিদেশে রফতানির সুযোগ বাড়াতে সমন্বিত উদ্যোগ নেবেন তিনি। পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করাও তার লক্ষ্য।
সাঈদ নোমান আশা প্রকাশ করেন—জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি রাজশাহীর উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হবেন।