মাদারীপুরের রাজৈর উপজেলার কালীবাড়ি ও বড় ব্রিজের মাঝামাঝি ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় অটোভ্যানে থাকা স্বর্ণ ব্যবসায়ী ও ভ্যানচালকসহ দুইজন প্রাণ হারিয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

নিহতরা হলেন—আমগ্রাম ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার নিত্যানন্দ গাইনের ছেলে ও টেকেরহাটের স্বর্ণ ব্যবসায়ী পলাশ গাইন (৩৪), এবং একই গ্রামের বিকাশ সরকারের ছেলে ভ্যানচালক বিপ্লব সরকার (৩৪)। পরিবার ও স্থানীয়রা জানান, দুটি পরিবারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় পলাশ বাড়ি ফেরার পথে বিপ্লবের ব্যাটারিচালিত ভ্যানে উঠেছিলেন।

টেকেরহাট বন্দর থেকে নিজেদের গ্রামে ফেরার সময় মহাসড়কের ডিভাইডারের সামনে পৌঁছালে ঢাকাগামী স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের একটি কাভার্ডভ্যান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান স্বর্ণ ব্যবসায়ী পলাশ। গুরুতর আহত বিপ্লবকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করে। মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন আল রশিদ জানান, দুইজনের মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলছে।