গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামায়াতের বাংলাদেশ শুরায়ী নেজামের অধীনে চলমান পাঁচ দিনব্যাপী পুরানাদের জোড় ইজতেমার তৃতীয় দিনে আরও দুই জন মুসল্লির মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন শ্বাসকষ্টজনিত জটিলতায় এবং অপরজন বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। এই নিয়ে চলতি জোড় ইজতেমায় আগত মোট পাঁচজন মুসল্লি মারা গেলেন।
মৃত ব্যক্তিরা হলেন—সিলেট সদর উপজেলার ভার্থখোলা এলাকার বাসিন্দা আবুল আসাদ বাদল (৬২) এবং সরাইল উপজেলার কোট্টাপাড়া এলাকার মইনইউদ্দিন (১০০)।
তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবুল আসাদ বাদল শনিবার রাত সাড়ে ১০টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হলে তাকে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, শতবর্ষী মইনইউদ্দিন রোববার ভোর পৌনে ৫টার দিকে ইজতেমা মাঠেই স্বাভাবিক মৃত্যু বরণ করেন।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম জানান, শ্বাসকষ্টসহ নানা জটিলতা নিয়ে ভর্তি হওয়া আবুল আসাদ বাদল রাত সাড়ে ১২টার দিকে মারা যান। উভয় মুসল্লির মরদেহ ইজতেমা ময়দানে জানাজা নামাজের পর তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। ধর্মপ্রাণ মুসল্লিদের এই সমাগমে আসা মানুষগুলোর মৃত্যুতে ইজতেমা ময়দানে শোকের আবহ বিরাজ করছে।
ইএফ/