বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) চকরিয়ার খুটাখালীতে পীর আবদুল হাইয়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণার সূচনা করেন। এরপর স্ত্রী, সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ এবং দলের নেতাকর্মীদের সঙ্গে খুটাখালী ইউনিয়ন বিএনপি কার্যালয় উদ্বোধন করেন।

প্রচারণার অংশ হিসেবে তিনি খুটাখালী ইউনিয়নের হাজী পাড়া, স্কুল পাড়া, মুসলিম বাজার, উত্তর মেধা কচ্ছপিয়া, ডুলাহাজারা এবং ফাঁসিয়াখালীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এই সময় তিনি ধানের শীষ প্রতীককে সামনে রেখে ভোটের জন্য জনগণের সমর্থন চান।

সন্ধ্যায় ফাঁসিয়াখালী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্যে তিনি বলেন, “দেশের মানুষের আস্থার প্রতীক হলো ধানের শীষ। জনগণ বিপুল ভোটে বিএনপিকে বিজয়ী করবে। দলের ৩১ দফা বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের নিরলস কাজ করতে হবে।”

বক্তব্যের শেষে সালাহউদ্দিন আহমদ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন। তিনি বলেন, “আমাদের নেত্রী, বাংলাদেশের গণমানুষের প্রতীক, দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের রক্ষাকর্তা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আমরা দোয়া করি।”

সালাহউদ্দিন আহমদ পাঁচ দিনের নির্বাচনী সফরে অংশগ্রহণ করছেন। তিনি ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে এসে নির্বাচনী এলাকায় প্রবেশ করেন এবং ৭ ডিসেম্বর পর্যন্ত চকরিয়া ও পেকুয়ায় বিরামহীন প্রচারণা চালাবেন।

প্রচারনায় স্থানীয় নেতা, দলীয় কর্মী ও সমর্থকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সফরের মাধ্যমে বিএনপি দলের নেতারা জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং ভোটারদের মধ্যে বিশ্বাসযোগ্যতা তৈরি করতে উদ্যোগী হচ্ছেন।